বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী ২০ তম জাতীয় ফার্নিচার মেলা। এতে অত্যাধুনিক প্রযুত্তির এবং পছন্দসই ফার্নিচার সুবিধা নিয়ে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
মেলায় প্রতিষ্ঠানটি অত্যাধুনিক ইনোভা উড কোটিং প্রোডাক্ট সিরিজ প্রদর্শন করছে। জার্মানপ্রযুক্তি নির্ভর এই প্রিমিয়াম পণ্য কাঠ ও বোর্ড ভিত্তিক ফার্নিচার টেকসই, উজ্জ্বল ও সমৃদ্ধ ফিনিশং ব্যবস্থা রাখা হয়েছে। ৭০টিরও বেশি রঙের বৈচিত্র্য নিয়ে ইনোভা উড কোটিং পাওয়া যাচ্ছে গ্লসি ও ম্যাট। যা দুই ধরনের প্রিমিয়াম ফিনিশংয়ে তৈরি করা হয়েছে। এতে তাপ ও পানি থেকে ফার্নিচারকে দাগ ও ক্ষয় থেকে রক্ষা করে দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা ও সুরক্ষা নিশ্চিত করবে।
এছাড়া দর্শনার্থীদের জন্য মেলায় বার্জার পেইন্টস বার্জার উড কিপার একটি স্বচ্ছ, উচ্চ-গ্লস, মডিফাইড আলকিডভিত্তিক উড ভার্নিশ প্রদর্শন করছে। এটি নতুন কাঠের পৃষ্ঠে বা পূর্বে শেলাক পলিশ করা কাঠে সমানভাবে প্রয়োগ করা যায়। চমৎকার জলরোধী ক্ষমতা, দীর্ঘস্থায়ী স্থায়িত্ব, দ্রুত শুকানো, উচ্চ গ্লস রিটেনশন, এবং তরল দাগ প্রতিরোধের ক্ষমতার কারণে এটি ঘরের ভিতরে বা বাইরের যেকোনো ফার্নিচারে প্রয়োগের জন্য উপযুক্ত। কাঠের প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে উডকিপার এনে দেয় স্বচ্ছ গ্লসি বা ম্যাট ফিনিশ।
দীর্ঘ কয়েক দশক ধরে বার্জার পেইন্টস বাংলাদেশ ভোক্তা ও ফার্নিচার নির্মাতাদের আস্থার প্রতীক হিসেবে সুপরিচিত। এর উৎকৃষ্ট গুণমান, রঙের বৈচিত্র্য এবং নির্ভরযোগ্য ভোক্তাদের সেবার মান বাড়িয়েছে। পরিবর্তনশীল ভোক্তা চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বাজারে আনছে আধুনিক ও উদ্ভাবনী সমাধান।
দর্শনার্থী ও রঙপ্রেমীদের মেলায় এসে পেইন্ট ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর ইনোভা উড কোটিং সিরিজ ঘুরে দেখার জন্য এবং পছন্দের ফার্নিচারের সঙ্গে মানানসই রঙের নিখুঁত সমন্বয় উপভোগের জন্য আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) শুরু হওয়া মেলা চলবে আগামী শনবিার (১৮ অক্টোবর) পর্যন্ত। দর্শনার্থীদের সুবিধার্থে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা।
বিডি প্রতিদিন/কামাল