ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০) নামে দুই নারীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল সন্ধ্যায় বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এপিবিএন জানায়, বিমানে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা এসেছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রোজিনা ও ফাহমিদাকে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করে এবিবিএন অফিসে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, বিশেষ কায়দায় ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভিতরে এবং দেহে ইয়াবা রয়েছে। পরে ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভিতরে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা আর রোজিনার দেহ তল্লাশি করে ১ হাজার ৭৮০ পিস ইয়াবা পাওয়া যায়।