বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার জন্য কাস্টমস বন্ড-সংক্রান্ত পরিষেবাগুলো আরও দ্রুততর ও সহজতর করা এবং নীতি সহায়তা দেওয়ার জন্য কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকাকে (উত্তর) অনুরোধ জানিয়েছে। গতকাল বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল, কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার (উত্তর) কমিশনার মিয়া মো. আবু ওবায়দার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ অনুরোধ জানান। কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার (উত্তর) অতিরিক্ত কমিশনার এদিপ বিল্লা এবং ডেপুটি কমিশনার এইচ এম আহসানুল কবীর উপস্থিত ছিলেন। বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ একটি চিঠি হস্তান্তর করেন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের স্বাক্ষরিত এ চিঠিতে ঢাকা (দক্ষিণ) ও ঢাকা (উত্তর) বন্ড কমিশনারেটের কমিশনারদের কাছে পোশাক শিল্পের জন্য কাস্টমস বন্ড প্রক্রিয়া সহজীকরণ ও নীতি সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে। কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার (উত্তর) কমিশনার মিয়া আবু ওবায়দা বলেন, কাস্টমস-সংক্রান্ত পরিষেবাগুলো সহজ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর) এবং বিজিএমইএর মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা দ্রুত সমাধান করা হবে।