বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ‘এম সাইফুর রহমান ভ্যাট সংযোজনের কার্যকর উদ্যোগ না নিলে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ত। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সেদিন এ পদ্ধতির বিরোধিতা করেছিল। আজকের বাস্তবতা হচ্ছে, ভ্যাট ছাড়া বিশ্বের কোনো দেশের কোনো সরকারই টিকে থাকতে পারে না।’ সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। কর্মসূচিতে সাইফুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। পাশাপাশি মিলাদ-দোয়ার মাধ্যমে তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয়।
বিকালে শিল্পকলা একাডেমিতে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দুপুরে মৌলভীবাজারে সাইফুর রহমানের গ্রামের বাড়ি বাহারমর্দনে কবর জিয়ারত করা হয়। বাদ আসর মহানগর বিএনপি ও বাদ মাগরিব জেলা বিএনপির উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল।