দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এবং বাংলাাদেশ জনজোট পার্টির (বাজপা) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে নির্বাচন কমিশন ঘোষিত ‘গতানুগতিক’ রোডম্যাপ ঘোষণা, সংস্কার, বিচার কার্যক্রম এবং জুলাই জাতীয় সনদ-২০২৫-এর আইনগত ভিত্তি দেওয়া এবং জুলাই সনদের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল অংশ নেন। অন্যদিকে জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের ও মহাসচিব এইচ এম আবু সাঈদ, বাংলাদেশ জনজোট পার্টির চেয়ারম্যান মুজাম্মেল সিরাজী ও উপদেষ্টা আলহাজ হারুন অর রশিদ খান প্রমুখ নিজ নিজ দলের পক্ষে বৈঠকে অংশ নেন।