নিয়মরক্ষার তবে ব্যতিক্রম। ‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৫ শুরু হচ্ছে আজ। এবারই প্রথম পুলিশ সপ্তাহ উপলক্ষে থাকছে না কোনো প্যারেড কিংবা কুচকাওয়াজ। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং মাঠপর্যায়ে পুলিশের মনোবল বাড়াতে দেওয়া হবে বিশেষ নির্দেশনা। যদিও প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে প্রণীত কর্মপরিকল্পনার ওপর হবে বিশেষ ওয়ার্কশপ। তবে সূত্র নিশ্চিত করেছে, এবারের কর্মপরিকল্পনায় বিশেষ প্রাধান্য পাবে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মতামত। প্রধান উপদেষ্টার সামনে পুলিশ সদস্যদের পক্ষ থেকে উঠে আসবে ‘ওভার টাইম’ এবং দ্রুত সময়ের মধ্যে স্বতন্ত্র পুলিশ কমিশন গঠনের বিষয়টি। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘আমরা সমগ্র দেশবাসীর মনে এই ভাবনাটা সঞ্চারিত করতে চাই। তারা যেন বলতে পারে বৈষম্যহীন বাংলাদেশের পুলিশ তাদের নিজেদের পুুলিশ।’ গত ১৭ এপ্রিল প্রধান উপদেষ্টা মাঠপর্যায়ের পুলিশ সুপার এবং মেট্রোপলিটন কমিশনারদের দিকনির্দেশনা দিয়েছেন। এবার পুলিশ সপ্তাহে সেই দিকনির্দেশনার বাস্তবায়ন কৌশল নিয়েও আলোচনা হবে। জানা গেছে, আজ দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে পুলিশ সপ্তাহের কার্যক্রম। এর আগে সূচনা বক্তব্য দেবেন আইজিপি বাহারুল আলম। রাজারবাগ পুলিশ লাইনসের খোলা মাঠের বদলে এবারের পুলিশ সপ্তাহের মূল অনুষ্ঠান হবে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে। পদক পাওয়া পুলিশ সদস্যদের পদক প্রদানের পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুলিশের সব ইউনিটের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করবেন। অডিটোরিয়ামে উপস্থিত থাকা একজন ক্যাডার অফিসার এবং একজন কনস্টেবল প্রধান উপদেষ্টার সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। পুলিশ সপ্তাহের প্রথম দিনই বিকালে আইজিপির সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মতবিনিময় করবেন। এদিনই পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ প্রেজেন্টেশন থাকবে। জানা গেছে, প্রতি বছর সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হলেও এবার পরিবর্তিত পরিস্থিতির কারণে এপ্রিলের শেষ সপ্তাহে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে। মাঝে পুলিশ সপ্তাহ নিয়ে অনিশ্চয়তাও তৈরি হয়েছিল। এবারের পুলিশ সপ্তাহে মূলত বিভিন্ন ইউনিটের এসপি থেকে তদূর্ধ্ব আমন্ত্রিত কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ৫০ জনের মতো সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ৩০ এপ্রিল দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে সম্মেলন এবং সন্ধ্যায় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিবদের সঙ্গে পুলিশ সদস্যরা মতবিনিময় করবেন। ওই দিন সিআইডি, র্যাব, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, অ্যান্টি-টেররিজম ইউনিট, হাইওয়ে পুলিশ, এপিবিএন, রেলওয়ে পুলিশ, নৌপুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ পৃথক প্রেজেন্টেশন দেবে। সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ৬৪ জন।
শিরোনাম
- অনেক কষ্টে জয়, ১৬ রানে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
- তিন ম্যাচ জিতেই এশিয়া কাপে বাংলাদেশ
- সুশান্তের পর টার্গেট কার্তিক!
- গণঅভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান: খোরশেদ
পুলিশ সপ্তাহ-২০২৫
নিয়মরক্ষার তবে ব্যতিক্রম
♦ থাকবে নির্বাচনি প্রস্তুতি ও মনোবল বাড়ানোর নির্দেশনা ♦ পুলিশ দাবি করবে ‘ওভারটাইম’ এবং ‘স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন’
সাখাওয়াত কাওসার
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর