পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে এক দিনে ১ হাজার ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৫ জন এবং অন্যান্য ঘটনায় ৪৭২ জন রয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে চায়না এসএমজি একটি, একনলা বন্দুক চারটি, একটি রিভলভার, ওয়ান শুটারগান, ম্যাগাজিন, সিলিং, ছুরি, চাপাতি, সুইচ হিয়ার, দা, কিরিচ ও একটি লোহার চেইন, ৭.৬২ মিমি. এসএমজির খালি খোসা ৩০ রাউন্ড এবং দুটি কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশের এ অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর।
জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন।
তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। বেশ কিছু দিন ধরেই জুলাই গণ অভ্যুত্থানের মামলার আসামিসহ অন্যান্য মামলার আসামিদের ধরতে সারা দেশে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অভিযান সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পরিচালনা এবং গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।