যশোরের বেনাপোল বন্দর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ এক ভারতীয় ট্রাকচালক আটক হয়েছেন। এ ব্যাপারে পোর্ট থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, পাসপোর্টগুলো দালালের মাধ্যমে ভারতে পাঠানো হয়েছিল। সেখানে ২৪ জুন সার্বিয়ার ভিসা লাগানো হয়। গত বৃহস্পতিবার ভারতীয় ট্রাকচালক বেচারাম পরামানিকের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে পাঠানো হয় পাসপোর্টগুলো। ওই দিন রাত ১১টার দিকে বেনাপোল বন্দরে দায়িত্বরত আনসারের হাতে পাসপোর্টসহ ধরা পড়েন বেচারাম। তাকে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ইউরোপের অনেক দেশের ভিসা বাংলাদেশ থেকে নেওয়া যায় না, ভারত থেকে নিতে হয়। ভারতের ভিসা না পাওয়ায় অনেকে দালালের মাধ্যমে পাসপোর্ট পাঠিয়ে ভিসা করিয়ে নিয়ে আসছেন। ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে পাসপোর্টগুলোর মালিকরা শ্রমিক হিসেবে ইউরোপের কোনো এক দেশে যাওয়ার জন্য ভিসা করিয়েছেন। এভাবে পাসপোর্ট অন্যের মাধ্যমে আরেক দেশে পাঠিয়ে ভিসা করার প্রক্রিয়াটাই বেআইনি।