চলছে বর্ষাকাল। কখনো কাঠফাটা রোদ আর কখনো মুষলধারে বৃষ্টি। রোদবৃষ্টির লুকোচুরি খেলায় প্রকৃতিতে এখন ভিন্ন রূপ। বর্ষণে সিক্ত প্রকৃতিকে স্বাগত জানাতে সুরে সুরে গতকাল বৃষ্টিস্নাত সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বসে বর্ষার গান নিয়ে অনবদ্য এক সুরের আসর। এ বর্ষাবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সৃজনশীল গানের দল নিবেদন। অনুষ্ঠানের শুরুতেই সমবেত কণ্ঠে ‘মেঘ পাঠালো’ গানটি গেয়ে শোনান আয়োজক সংগঠনের শিল্পীরা। এরপর ধারাবাহিক পরিবেশনায় ‘এ ঘোর রজনী’ গেয়ে শোনান সুমনা দাশ, ‘আজি ঝড়ের রাতে’ শোনান মানসী সাধু, ‘শ্রাবণের ধারার মতো’ পরিবেশন করেন সৃজ্যোতি রায় শুচি।
এরপর বিভিন্ন শিল্পীর কণ্ঠে গীত হয় ‘এমনি বরষা ছিল সেদিন’, ‘তুমি চলে যাবার পর’, ‘টিনের চালে টাপুর টুপুর’ ‘দোহাই শ্রাবণ এসোনা’ ‘একটি পাতায় টুপ’ ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন’ ‘কত দিন পরে এলে’ পরিবেশন করেন শিল্পীরা। সমবেত কণ্ঠে ‘সেই কবে কে বলেছিল’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় বর্ষার গানের এই আসর।