আট বছর পর টেস্ট, ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ এখন শ্রীলঙ্কায়। ২ টেস্ট ম্যাচ সিরিজ শেষ। এখন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে টাইগাররা। ১০ জুলাই মাঠে গড়াবে ৩ ম্যাচের টি-২০ সিরিজ। ২০২২ সালের পর পুনরায় তিন ফরম্যাটে তিন নেতৃত্বে খেলছে টাইগাররা। টেস্ট সিরিজে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। যদিও সিরিজ শেষে নেতৃত্ব ছেড়ে দেন তিনি। ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। টি-২০ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। তার নেতৃত্বে শ্রীলঙ্কার ৩ ম্যাচের টি-২০ সিরিজের জন্য গতকাল ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করে ৩ বছর পর স্কোয়াডে ফিরেছেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ। এক বছর পর ফিরেছেন সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ছন্দ হারিয়ে বাদ পড়েছেন নাজমুল। ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। নাজমুলের সঙ্গে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম, সৌম্য সরকার, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। সিরিজের ম্যাচ ৩টি যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই। প্রথম টি-২০ ক্যান্ডিতে, দ্বিতীয়টি ডাম্বুলা এবং তৃতীয়টি কলম্বোয়।
বাংলাদেশ টি-২০ স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মো. নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।