কুমিল্লা বিসিক শিল্পনগরী। নাম বললেই চোখের সামনে ভেসে উঠে একটি কর্মমুখর পরিবেশ। উৎপাদন আর উন্নয়নের যত গল্প। এর সঙ্গে সেখানকার জলাবদ্ধতা, ভাঙা সড়ক, ভরাট ড্রেন, সড়কবাতির অপ্রতুলতা, নিরাপত্তাহীনতার দৃশ্যও ভেসে উঠত। সেই দৃশ্য কমতে শুরু করেছে। কর্তৃপক্ষের সাড়া পেতে দেরি হওয়ায় কাজে নেমে পড়ছেন একদল তরুণ। বিসিক, কুমিল্লা সিটি করপোরেশনের পাশাপাশি কাজ করছেন এ তরুণ উদ্যোক্তারা। তারা একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছেন। সংগঠনের নাম তরুণ উদ্যোক্তা পরিষদ (ইয়েস)। তাদের উদ্যোগে কমছে দুর্ভোগের চিত্র। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিসিক কার্যালয়ের সামনের ড্রেনের ময়লা তুলছেন কয়েকজন শ্রমিক। তদারকি করছেন তরুণ উদ্যোক্তা ইজাজ আহমেদ খান, মো. রিয়াজ উদ্দিন আহমেদসহ কয়েকজন। তারা ২০২৪ সালের নভেম্বর মাস থেকে এ ধরনের কাজ করছেন। এ ছাড়া কিছু স্থানে লাইটিং ও সিসি টিভি লাগিয়েছেন। নিরাপত্তার জন্য টহলের ব্যবস্থা করেছেন। তারা শিল্প মালিকদের সহায়তায় এসব কাজ করছেন বলে জানান। ইয়েসের সভাপতি ইজাজ আহমেদ খান বলেন, ‘আমাদের বিসিক একটি বিশেষায়িত এলাকা। এখানে ১২ মাস জলাবদ্ধতা লেগে থাকত। ড্রেনগুলো ভরাট হয়ে আছে। পানি সরার ব্যবস্থা নেই। নানা কারণে কর্তৃপক্ষের সেবা সময় মতো পাওয়া যচ্ছে না। এতে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। এখানে মালিক সমিতি থাকলেও তাদের অনেকে বয়োবৃদ্ধ হওয়ায় আগের সেই উদ্যম নেই। তাই আমরা তরুণরা ইয়েস সংগঠনটি প্রতিষ্ঠা করি। আমাদের এখানে ২০ হাজার ফুটের বেশি ড্রেন আছে। তার মধ্যে ১৫ হাজার ফুট সংস্কার করেছি। ড্রেনের সঙ্গে লাইটিং, সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা নিয়ে কাজ করছি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন ও বিসিকও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে বলে জানিয়েছে।’ রয়েল ফুডস ফ্যাক্টরির ব্যবস্থাপক মো. আবু সুফিয়ান বলেন, ‘বিসিক এলাকায় রাস্তাঘাট, ড্রেনেজ ও জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। বিসিক ও সিটি করপোরেশনের বাইরে ব্যক্তিগত উদ্যোগে তরুণরা যে কাজ করছেন তা ব্যতিক্রম। তাদের উদ্যোগের ফলে আমাদের দুর্ভোগ অনেক কমেছে।’ মালাই সুইটস অ্যান্ড বেকারির স্বত্বাধিকারী খোকন সরকার বলেন, ‘আমাদের ব্যবসার বয়সে এরকম ভালো উদ্যোগ আর দেখিনি। তাদের এ উদ্যোগকে মহৎ বলে মনে করি। জলাবদ্ধতা ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে তরুণরা কাজ করছেন। এখানে আগে কোমর সমান পানি হতো। ড্রেন সংস্কার হওয়ায় জলাবদ্ধতা অনেক কমেছে।’ বিসিক কুমিল্লার ডিজিএম মুনতাসীর মামুন বলেন, ‘বিসিক এলাকাটি নিচু। বৃষ্টি হলে এখানে পানি জমে যায়। পানির আউটলেটটি রেললাইনের পাশে। সেই স্থানে সমস্যা থাকায় পানি সরতে পারছে না। সেটি সিটি করপোরেশন এ বছর করে দেবে বলে জানিয়েছে। কাজটি শেষ হলে আমাদের জলাবদ্ধতার সমস্যা আর থাকবে না।’ তিনি আরও বলেন, এখানকার ৫০ ভাগ সড়ক ও ড্রেনের কাজ আমরা সম্পন্ন করেছি। বাকিগুলোও সিটি করপোরেশনের মাধ্যমে করা হবে। এদিকে বিসিক শিল্পপ্রতিষ্ঠানের যারা মালিক রয়েছেন তাদের তৃতীয় প্রজন্ম ইয়েসের এ তরুণরা। তাদের কাজগুলো ব্যাপক ইতিবাচক। তাই আমরা তাদের সহযোগিতা করছি। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে বিসিককে এগিয়ে নিচ্ছেন।
শিরোনাম
- টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যায় ১৩ জনের মৃত্যু
- গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে 'ইতিবাচক' হামাস
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৫ জুলাই)
- খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
- চুয়াডাঙ্গায় ট্যাংকলরি চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩
- ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম
- হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী
- পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত: বিএসইসি কমিশনার
- দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি
- চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো সৌদি আরব
- ‘জুলাই শহিদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার’
- ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড
- মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়, প্রশ্ন মাহফুজ আলমের
- হাজারীখিল অভয়ারণ্যে ৩৩ অজগর অবমুক্ত
- টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা
- ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল
- ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি
- খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ
- ঝড়ের শঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
ড্রেন পরিষ্কার, লাইটিং ও নিরাপত্তায় কাজ করছেন তরুণরা
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর