আবদুর রশিদ। বয়স ৯৫। তিনি এক সময় গ্রামগঞ্জে যাত্রাপালা করে বেড়াতেন। এখন পেশায় একজন নরসুন্দর। বয়সের ভারে নুয়ে গেছেন। তবুও তিনি খালি চোখে অন্যের চুল-দাড়ি কাটছেন নিখুঁতভাবে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গ্রামীণ হাটবাজারে ভাসমান সেলুনে চলছে তার জীবিকা। এই কাজে বেশ সুনাম রয়েছে আবদুর রশিদের। তাই তার কাছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ছুটে আসেন চুল-দাড়ি কাটতে। এর মধ্যে অধিকাংশই নিম্নআয়ের মানুষ। স্থানীয়রা জানান, উপজেলার প্রতিটি হাটেই তার সেলুন থাকে রাস্তার পাশে। চুল কাটেন ৪০ টাকায়। আর সেভে ৩০ টাকা দিতে হয়। আবার অনেক দরিদ্র মানুষকে তিনি বিনা পয়সায় চুল-দাড়ি কেটে দেন। তার সেলুনের সরঞ্জাম বলতে একটি বড় আকারের আয়না, চেয়ার, চুল কাটা মেশিন, কাঁচি, ক্ষুর, স্যাভলন, সেভিং ক্রিম রয়েছে। এই ভাসমান সেলুন দোকানির বাড়ি পার্শ্ববর্তী আমতলী উপজেলার পুজাখোলা গ্রামে। এদিকে প্রতি সাপ্তাহিক হাটের দিন কলাপাড়া পৌর শহরের সুরেন্দ্র মোহন সড়কে গাছের সঙ্গে একটি আয়না সাঁটিয়ে ডালায় তার যন্ত্রপাতি সাজিয়ে চুল ও দাড়ি কাটেন। কম টাকায় চুল ও দাড়ি কাটা যায়, তাই তার ভাসমান সেলুনে ছুটে আসছেন একের পর এক নিম্নআয়ের মানুষ। ভাসমান সেলুন ব্যবসায়ী আবদুর রশিদের সঙ্গে কথা হলে তিনি জানান, এক সময় গ্রামগঞ্জে যাত্রাপালা করে বেড়াতাম। পাশাপাশি প্রায় ৬০ বছর ধরে এ কাজ করছি। এখনো খালি চোখে চুল কাটছি। আগে কাঁচি দিয়ে চুল-দাড়ি কাটতাম। সেই সময় পাঁচ-দশ টাকা কামাই করতে খুব কষ্ট হতো। এখন মেশিন দিয়েই চুল কাটছি। প্রতি হাটে ৫০০ থেকে ৬০০ টাকা আয় হয়। তবে তার আয়ে সংসারে স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে সুখেই আছেন বলে তিনি জানান। চা বিক্রেতা মো. হানিফ বলেন, তার কাছে বেশির ভাগ নিম্নআয়ের লোকজন চুল-দাড়ি কাটতে আসেন। কম টাকায় চুল-দাড়ি কাটা যায়। তাই প্রতি হাটের দিনে গ্রামগঞ্জের সাধারণ মানুষের ভিড় থাকে।
শিরোনাম
- কেন পাল্লা দিয়ে দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন বিশ্বের ধনী ব্যক্তিরা?
- রাশিয়াকে কঠোর আল্টিমেটাম ট্রাম্পের
- পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠকের পরিকল্পনা হয়নি: রাশিয়া
- ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত, চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান
- প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে শিউলি
- ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে কুয়ালালামপুরে জড়ো হবে লক্ষাধিক মানুষ
- ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে সাদাপাথর পর্যটনকেন্দ্র
- ১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
- লঞ্চ থেকে মুমূর্ষু নবজাতককে উদ্ধার করলো কোস্ট গার্ড
- ইসরায়েলকে গাজায় ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
- ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৮০
- এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সোহান
- ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল
- হাসারাঙ্গাকে ছাড়াই জিম্বাবুয়ে সফর করবে শ্রীলঙ্কা
- জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩ দল
- ভারত থেকে চাল আমদানি শুরু, বাজারে দাম কমার আশা
- প্রথম দিনে দু’টি নতুন জাতীয় রেকর্ড, দ্রুততম মানবী সুমাইয়া
- ঢাকা ওয়াসার আর্থিক বিবরণী ও হিসাব নিরীক্ষার জন্য কমিটি গঠন
নব্বই পেরোনো এক নরসুন্দর
উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী)
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর