আবদুর রশিদ। বয়স ৯৫। তিনি এক সময় গ্রামগঞ্জে যাত্রাপালা করে বেড়াতেন। এখন পেশায় একজন নরসুন্দর। বয়সের ভারে নুয়ে গেছেন। তবুও তিনি খালি চোখে অন্যের চুল-দাড়ি কাটছেন নিখুঁতভাবে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গ্রামীণ হাটবাজারে ভাসমান সেলুনে চলছে তার জীবিকা। এই কাজে বেশ সুনাম রয়েছে আবদুর রশিদের। তাই তার কাছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ছুটে আসেন চুল-দাড়ি কাটতে। এর মধ্যে অধিকাংশই নিম্নআয়ের মানুষ। স্থানীয়রা জানান, উপজেলার প্রতিটি হাটেই তার সেলুন থাকে রাস্তার পাশে। চুল কাটেন ৪০ টাকায়। আর সেভে ৩০ টাকা দিতে হয়। আবার অনেক দরিদ্র মানুষকে তিনি বিনা পয়সায় চুল-দাড়ি কেটে দেন। তার সেলুনের সরঞ্জাম বলতে একটি বড় আকারের আয়না, চেয়ার, চুল কাটা মেশিন, কাঁচি, ক্ষুর, স্যাভলন, সেভিং ক্রিম রয়েছে। এই ভাসমান সেলুন দোকানির বাড়ি পার্শ্ববর্তী আমতলী উপজেলার পুজাখোলা গ্রামে। এদিকে প্রতি সাপ্তাহিক হাটের দিন কলাপাড়া পৌর শহরের সুরেন্দ্র মোহন সড়কে গাছের সঙ্গে একটি আয়না সাঁটিয়ে ডালায় তার যন্ত্রপাতি সাজিয়ে চুল ও দাড়ি কাটেন। কম টাকায় চুল ও দাড়ি কাটা যায়, তাই তার ভাসমান সেলুনে ছুটে আসছেন একের পর এক নিম্নআয়ের মানুষ। ভাসমান সেলুন ব্যবসায়ী আবদুর রশিদের সঙ্গে কথা হলে তিনি জানান, এক সময় গ্রামগঞ্জে যাত্রাপালা করে বেড়াতাম। পাশাপাশি প্রায় ৬০ বছর ধরে এ কাজ করছি। এখনো খালি চোখে চুল কাটছি। আগে কাঁচি দিয়ে চুল-দাড়ি কাটতাম। সেই সময় পাঁচ-দশ টাকা কামাই করতে খুব কষ্ট হতো। এখন মেশিন দিয়েই চুল কাটছি। প্রতি হাটে ৫০০ থেকে ৬০০ টাকা আয় হয়। তবে তার আয়ে সংসারে স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে সুখেই আছেন বলে তিনি জানান। চা বিক্রেতা মো. হানিফ বলেন, তার কাছে বেশির ভাগ নিম্নআয়ের লোকজন চুল-দাড়ি কাটতে আসেন। কম টাকায় চুল-দাড়ি কাটা যায়। তাই প্রতি হাটের দিনে গ্রামগঞ্জের সাধারণ মানুষের ভিড় থাকে।
শিরোনাম
- নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করতে পারে ইরান: ট্রাম্প
- করাচিতে ভবন ধসে নিহত ১৪
- বাবাকে চিনতেনই না তরুণী, অতঃপর ২৩ বছর পর যেভাবে পুনর্মিলন!
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ২৪
- টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যায় ১৩ জনের মৃত্যু
- গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে 'ইতিবাচক' হামাস
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৫ জুলাই)
- খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
- চুয়াডাঙ্গায় ট্যাংকলরি চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩
- ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম
- হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী
- পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত: বিএসইসি কমিশনার
- দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি
- চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো সৌদি আরব
- ‘জুলাই শহিদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার’
- ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড
- মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়, প্রশ্ন মাহফুজ আলমের
- হাজারীখিল অভয়ারণ্যে ৩৩ অজগর অবমুক্ত
- টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা
- ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল