বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, হাইব্রিড বাংলাদেশের অগ্রযাত্রা যেমন ব্যাহত করেছে, তেমন দেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। বিএনপি হাইব্রিড সম্পর্কে অত্যন্ত সচেতন। তাই বিএনপিতে হাইব্রিডের জায়গা হবে না। গতকাল দুপুরে তাঁর নির্বাচনি এলাকা বাসাইলে সনাতনধর্মীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বাসাইল উপজেলা সভাপতি নিখিল কুমার রতন, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, সাধারণ সম্পাদক স্বপন কুমার।
হিন্দু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ভজন কুমার বিশ্বাস প্রমুখ। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান প্রমুখ। তিনি আরও বলেন, এখন কিছু দল নির্বাচনি মাঠে জনগণের সাড়া না পেয়ে নানানরকমের কথা বলছে, কেউ পিআর পদ্ধতির কথা বলছে, কেউ সংস্কারের ধুয়া তুলে, কেউ বিচারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে।