ছোটপর্দার জনপ্রিয় মুখ পারসা ইভানা দর্শকদের জন্য নতুন ভালোবাসা নিয়ে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন। ক্যামেরা থেকে এখন কিছুটা দূরে আছেন তিনি। দূর পরবাসে ভিতরে জমে থাকা কিছু উপলব্ধি ভাগ করে নিয়েছেন পারসা। শুনিয়েছেন জীবনবোধের কথা। অভিনয়ে ফেরার আশ্বাসও দিয়েছেন ভক্তদের।
সম্প্রতি পারসা বলেছেন, ‘আপনারা যেমন আমায় মিস করেন, আমি তার থেকেও বেশি মিস করি আমার কাজকে। ভালো কিছু করতে গেলে মাঝেমধ্যে একটু বিরতি থাকা দরকার হয়। এই দূরদেশে এসেছি অভিনয়ের প্রশিক্ষণ নিতে, শুধু আপনাদের জন্য। যেন আরও ভালো কিছু উপহার দিতে পারি। এরপর নিজের উপলব্ধির বা জীবনবোধের কথাও শেয়ার করেন তিনি। পারসা ইভানা বলেন, জীবন অনেক কিছু নিয়ে যায়, তবু হেরে গেলে চলবে না। ফিরে আসতেই হবে নতুন করে, নতুন রূপে। আমি আমার সব দর্শককে ভালোবাসি। আমার জন্য দোয়া করবেন সবাই।’ ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেত্রী পারসা ইভানা এখন যুক্তরাষ্ট্রে। নিউইয়র্কের ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’ থেকে অভিনয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন। সেজন্য ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে যুক্ত থাকতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই এবারের সিজনে দর্শক তাঁকে মিস করছে। অভিনেত্রী নিজেও সেটি অনুভব করছেন হাড়ে হাড়ে। দ্য ফ্রিম্যান স্টুডিওর প্রতিষ্ঠাতা স্কট দীর্ঘদিন ধরে অভিনয়ের প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনিই পারসা ইভানার অনলাইনে অডিশন নিয়ে গত ৮ মার্চ তাঁকে নিজের স্টুডিওতে অভিনয় শেখার ব্যাপারে চূড়ান্ত করেন। এরপরই অভিনেত্রী সেখানে পাড়ি জমান। এ বিষয়ে তখন গণমাধ্যমকে পারসা ইভানা বলেছিলেন, কিছুদিন আগে জুমে অডিশন দিয়েছি। স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন। তিনি আমাকে বলেন, তুমি তো তোমার দেশে অভিনয়ে এই প্রজন্মের একজন স্টার। কেন তুমি অভিনয়ে আরও প্রশিক্ষণ নিতে চাও।
উত্তরে বললাম, ‘আমি কখনো অভিনয় শিখিনি। তাই অভিনয়ের বিশদ জানতে চাই। এরপর অভিনয় করে দেখালাম, তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং বললেন, তুমি অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করার জন্য চূড়ান্ত হয়েছ।’ উল্লেখ্য, ব্যাচেলর পয়েন্ট, গুডবাজ, ব্যাডবাজসহ আরও কিছু নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন পারসা। পারসা অভিনয়ে জনপ্রিয় হলেও তিনি দারুণ মডার্ন ডান্সারও।