দুই দিনের ছুটিতে গেছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। আজকের মহাগুরুত্বপূর্ণ ওয়ানডের ডাগ আউটে দেখা যাবে না টাইগার কোচকে। না থাকলেও প্রথম ওয়ানডেতে চরমভাবে লজ্জিত, বিপর্যস্ত ব্যাটিংয়ের পর মারাথন টিম মিটিং করেন দলের সদস্যদের সঙ্গে। ২৭ বলের মধ্যে মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারানোর কারণ খোঁজা শেষে সিমন্স তার শিষ্যদের পরিষ্কার একটি মেসেজ দেন। রানা প্রেমাদাসার উইকেটের সঙ্গে মানিয়ে যে ব্যাটার সেট হয়ে যাবে, সেই ব্যাটার যেন তার ইনিংসটাকে লম্বা করেন। সিরিজে টিকে থাকতে মেহেদি হাসান মিরাজ, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদদের সামনে আজকের ম্যাচ জয়ের বিকল্প কোনো রাস্তা নেই। জিতলে ৩ ম্যাচ সিরিজ সমতায় ফিরবে। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে মিডিয়ার মুখোমুখিতে কামব্যাক করার কথা বলেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম, ‘আগের ম্যাচে বাজে ব্যাটিংয়ে হেরে গেছি। তিন ম্যাচের একটি গেছে। আরও দুই ম্যাচ আছে। দ্বিতীয় ম্যাচে যদি কামব্যাক করতে পারি, তাহলে সিরিজ ফেরা সম্ভব। কামব্যাক করার চেষ্টা করব।’ টানা ৬ ম্যাচ হারের বৃত্ত ভাঙতে পারবেন আজ মিরাজরা।
অধিনায়ক মেহেদি হাসান মিরাজের দলে নেই পাঁচ সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদদের কোন একজন। যা সর্বশেষ ১৮ বছরে হয়নি। প্রথম ম্যাচে পরোক্ষভাবে সেই প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সে। কারণ ২৪৫ রানের টার্গেটে খেলতে নেমে টাইগাররা বেশ ভালো খেলছিল। এক পর্যায়ে ১ উইকেটে ১০০ রানও তুলেছিল। ম্যাচ তখন পুরোপুরি হেলেছিল টাইগারদের দিকে। অনিশ্চয়তার খেলা ক্রিকেট, প্রথম ওয়ানডেতে এমনটাই দেখা গেছে। ১৬.৩ ওভারে ২ রান নিতে গিয়ে রান আউট হন সাবেক অধিনায়ক নাজমুল। সাবেক অধিনায়কের রান আউটের পরপরই ব্যাটিং বিপর্যয়ে পরে টাইগাররা। ১/১০০ রান থেকে মুহূর্তে ৮/১০৫ রানে পরিণত হয়। ধ্বংসস্তূপে পরিণত হয়ে একটি রেকর্ডও গড়ে মিরাজ বাহিনী। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় উইকেট থেকে অষ্টম উইকেটে পতন এত কম রানের ব্যবধানে কখনো হয়নি। প্রথম ওয়ানডেতে ৫ রানের মধ্যে ৭ উইকেটের পতন হয়নি। আগের রেকর্ড মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের। ২০২০ সালে নেপালের বিপক্ষে মার্কিন দলটি ২৩-৩১ রানের মধ্যে ৮ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়েছিল। প্রথম ওয়ানডেতে দরে বিপর্যয়ের টার্নিং পয়েন্ট নাজমুলের রান আউটকে বাঁহাতি ওপেনার তানজিদ তামিম, ‘আমি ও নাজমুল ভাই বেশ ভালো খেলছিলাম। আমরা ক্রুসিয়াল মুুহূর্তে একটি জুটি গড়ছিলাম। তখন রান আউট হন নাজমুল ভাই। আমার মনে হয় ওটাই ম্যাচ থেকে ছিটকে পড়ার টার্নিং পয়েন্ট। যদি আমি ও নাজমুল ভাই আরও ৫-১০ ওভার ব্যাটিং করতে পারতাম, ছোট একটি ৩০-৪০ রানের জুটি গড়তে পারতাম, তাহলে দলের পজিশনটা ভালো হতো।’
২০১৭ সালের পর বাংলাদেশ এই প্রথম শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে। এর মধ্যে ২ ম্যাচ টেস্ট সিরিজ শেষ। টাইগাররা হেরেছে সিরিজ। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি আজ মাঠে গড়াবে বাংলাদেশ সময় বেলা ৩টায়। ৮ জুলাই ওয়ানডে সিরিজের শেষটি পাল্লেকেলেতে। এরপর ১০, ১৩ ও ১৬ জুলাই টি-২০ ম্যাচ তিনটি খেলবে।
প্রথম ওয়ানডেতে টাইগার বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করেন। স্বাগতিক শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা ১০৬ রানের ইনিংস খেলেন। যা তার ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে। অধিনায়কের সেঞ্চুরির পরও স্বাগতিকদের ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট করে। দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম সাকিব দুর্দান্ত বোলিং করেন। বিশেষ করে তাসকিন। গোড়ালির ইনজুরির জন্য অনেক দিন ধরেই রিহ্যাবে ছিলেন। সুস্থ হয়ে ফিরেই আগুন ঝরান প্রেমাদাসার উইকেটে। ১০ ওভারের স্পেলে ৪৭ রানের খরচে নেন ৪ উইকেট। তানজিম সাকিব ৪৫ রানের খরচে নেন ৩ উইকেট। নেতৃত্বে নতুন যুগের সূচনা করলেও বোলিংয়ে মেহেদি হাসান মিরাজ ছিলেন পুরোপুরি ব্যর্থ। ১০ ওভারে ৪৭ রান খরচ করেও উইকেটের দেখা পাননি টাইগার ওয়ানডে অধিনায়ক। এ নিয়ে টানা ৫ ওয়ানডেতে উইকেটশূন্য মিরাজ। অভিষেকে উইকেট নেন তানভির ইসলাম।
শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ৫৮টি ওয়ানডে খেলেছে টাইগার। ১২ জয়ের বিপক্ষে হেরেছে ৪৪টি। দুটিতে কোনো ফল হয়নি। প্রেমাদাসায় ১৩ ওয়ানডে পরস্পরের বিপক্ষে খেললেও মিরাজদের জয় একটি। সিরিজে সমতায় আনার ম্যাচের একাদশে কি আজ কোনো পরিবর্তন হবে?