জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু শেখ হাসিনার পতন, ক্ষমতার পরিবর্তন বা দলের পরিবর্তন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থা ও মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। গত এক বছরে আমরা সেই সিস্টেমের পরিবর্তন দেখতে পাইনি।
শনিবার বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে এই মুহূর্তে দরকার বিচার ও সংস্কার। বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে।
পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, বিচার, সংস্কার ও রাষ্ট্র গঠনের তিনটি লক্ষ্য সামনে রেখে আমরা জুলাই পদযাত্রা করছি।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, যারা জুলাইয়ের বিরুদ্ধে, বিপ্লবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন।
এর আগে, বিকেলে সার্কিট হাউজ এলাকা থেকে একটি পদযাত্রা বের করে এনসিপি। শহরের প্রধান সড়কের দুই পাশের উৎসুক জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা ও তাদের সাথে কথা বলেন দলটির নেতাকর্মীরা।
জয়পুরহাটের পদযাত্রার এ কর্মসূচিতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই