‘প্রিয় প্রজাপতি’ ও ‘মিথ্যে প্রেমের গল্প’র ব্যাপক সফলতার পর ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অবমুক্ত হয়েছে বসুন্ধরা টিস্যু নিবেদিত ভিন্ন রুচি ও নির্মাণের নাটক হাসিব হোসাইন রাখির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘চলো হারিয়ে যাই’। নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনী, রাফসান ইমতিয়াজ শান্ত, মায়া, সালমান আরাফাত প্রমুখ। নাটকটি প্রকাশের মাত্র ২১ ঘণ্টায় ১ মিলিয়ন অতিক্রম করেছে, যা রীতিমতো অবাক করা বিষয়! এদিকে অবমুক্তের পর থেকে নাটকটি প্রশংসার জোয়ারে ভাসছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকের নির্মাণ, গল্প, লোকেশন ও সব চরিত্রের অভিনয় নিয়ে চলছে তুমুল আলোচনা। ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকের কমেন্ট বক্সে মো. হাবিব নামে একজন নাট্যপ্রেমী লিখেছেন, ‘এই নাটক যে মনোযোগ দিয়ে দেখছে তার অবশ্যই চোখ দিয়ে পানি বেরিয়েছে। এককথায় অসাধারণ! ২০২৫ এর সেরা নাটক।’ পিয়ালী চৌধুরী লিখেছেন, ‘খুব খুব খুব সুন্দর লাগল। অসাধারণ গল্প, অসাধারণ অভিনয়, অসাধারণ পরিচালনা। গোটা টিমকে অনেক অনেক ধন্যবাদ। ভারত থেকে দেখলাম।’ আরেক ভক্ত লিখেছেন, ‘শেষটা যে এমন হবে ভাবিনি। ভীষণ কষ্ট পেলাম। কিন্তু তাও বলতেই হয়, নাটকটা ছিল মাস্টারপিস।’ একজন কমেন্ট করেছেন, ‘নাটকটা অনেক ভালো লাগল। যার মধ্যে রয়েছে ভালোবাসা, পরিবার, আবেগ।’ কারও কারও মতে, নতুন করে বাঁচতে শেখাবে ‘চলো হারিয়ে যাই’। ‘চলো হারিয়ে যাই’ নাটক প্রসঙ্গে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘এই কাজটা ক্যাপিটাল ড্রামার সঙ্গে আমার প্রথম কাজ। সো, কাজটি নিয়ে আমি আসলেই অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি আশাবাদী। যেখানে সচরাচর এখন অনেক রোমান্টিক ড্রামা করছি আমি নিজেও, সেখান থেকে আমরা ভিন্নধারার একটি কাজ করতে পারছি, সেটা আনন্দের।’ পরিচালক রাখি বলেন, চলো হারিয়ে যাই-এর মতো গল্প এখন খুব বেশি একটা কেউ করে না। যে কোনো ডিরেক্টরের কিছু স্পেশাল কাজ করার স্বপ্ন থাকে। চলো হারিয়ে যাই আমারও তেমন একটা স্বপ্নের প্রজেক্ট। নাটকটি নিয়ে হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল বলেন, ‘ক্যাপিটাল ড্রামার এটি তৃতীয় ওয়েব ফিল্ম এবং বর্তমান নাটকগুলো থেকে সম্পূর্ণ আলাদা কিছু। মানুষের জীবন দর্শনের অনেক কিছু উঠে এসেছে ‘চলো হারিয়ে যাই’ নাটকটিতে।’ এদিকে নাটকটিতে রয়েছে মনোমুগ্ধকর গান। যেটি অবমুক্ত হবে ক্যাপিটাল মিউজিক ইউটিউবে। গানটির মিউজিক ডিরেক্টর জাহিদ নীরব।
শিরোনাম
- ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পুনঃনির্ধারণ
- ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁ বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
- ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁ বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
- কিয়েভে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউরোপীয় ইউনিয়নের মিশন
- আখাউড়ায় পুলিশের মামলায় দুই সাংবাদিকের জামিন
- নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে : সালাহউদ্দিন
- রক্তে রঞ্জিত হয়েও আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি: এ্যানি
- আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ইট-পাটকেল নিক্ষেপ উত্তেজিত জনতার (ভিডিও)
- মহারাষ্ট্রে ভবনের একাংশ ধসে নিহত ১৭
- কেন মহাকাশে পাঠানো হলো নাইজেরিয়ার শস্যদানা ‘এগুসি’?
- লালন শাহের তিরোধান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ঘোষণা
- মার্কিন শুল্কের প্রভাবে মন্থর গতিতে সুইস অর্থনীতি
- বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ: তিন শিক্ষকের অপসারণ দাবি
- কাপ্তাইয়ে পাহাড়ি এলাকায় দেখা মিললো বিরল গোলবাহার অজগরের
- কোটালীপাড়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকারের সময় দুই শিকারী আটক
- মোংলায় চট্টগ্রাম থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১
- কক্সবাজারে অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট চালু: উপদেষ্টা
- শিশু নির্যাতন পরিস্থিতি পর্যালোচনা ও শিশু অধিদপ্তর প্রতিষ্ঠার দাবি
- ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়বৃদ্ধি
আলোচনায় ক্যাপিটাল ড্রামার নাটক
নতুন করে বাঁচতে শেখাবে ‘চলো হারিয়ে যাই’
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর