চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ও ১৫ থানা ও ১২টি ওয়ার্ড কমিটি অনুমোদন দেয়ায় আনন্দ র্যালি করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল।
শনিবার নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে র্যালিটি শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে কাজীর দেউরি নাসিমন ভবন দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ভূঁইয়া, জহিরুল হক টুটুল, এম. আবু বক্কর রাজু, রাজীব উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, রিফাত হোসেন শাকিল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু প্রমুখ।
এসময় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, স্বেচ্ছাসেবক দল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। গণতন্ত্র পুনঃরুদ্ধারে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিএনপির ভ্যান গার্ডের দায়িত্ব পালন করেছেন। আগামী দিনেও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত সরকার প্রতিষ্ঠা করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে।
বিডি প্রতিদিন/হিমেল