কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। ব্যাট হাতে পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের অর্ধশতকের পর বল হাতে বিধ্বংসী হয়ে ওঠেন তানভীর ইসলাম। তার ক্যারিয়ারসেরা ৫ উইকেটের সুবাদে ১৬ রানে জয় পায় টাইগাররা।
বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ২৪৮ রান। সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন, ৬৯ বলে। তার সঙ্গে হৃদয় যোগ করেন ৫১ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তুলেছিল শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ৩১ বলে ৫৬ রান করে টাইগারদের চাপে ফেললেও মাঝপথেই হঠাৎ ধস নামে লঙ্কান ব্যাটিংয়ে। জনাইথ লিয়ানাগে একমাত্র ব্যাটার হিসেবে লড়াই করেন, ৮৫ বলে করেন ৭৮ রান। এরপরও ৪৮.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে বল হাতে তানভীর ইসলাম নেন ৫ উইকেট মাত্র ৩৯ রানে। তানজিম হাসান সাকিব পান ২ উইকেট। মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও শামীম হোসেন নেন একটি করে উইকেট।
প্রথম ম্যাচে হারের পর এবার ঘুরে দাঁড়ানো জয় টাইগারদের আত্মবিশ্বাস বাড়াবে, তা বলাই যায়।
বিডি প্রতিদিন/আশিক