ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সতর্ক করে দিয়েছে, আল-আকসা মসজিদে ইসরায়েল রেডলাইন অতিক্রম করলে তার ফল ভালো হবে না। ইসরায়েলি ধারাবাহিক আক্রমণ এবং বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ থেকে পবিত্র স্থানটিকে রক্ষা করার অঙ্গীকার করেছে হামাস। গোষ্ঠীটি বলেছে, যেকোনো মূল্যে তারা আল আকসার পবিত্রতা রক্ষা করবেই।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং গোষ্ঠীটির আল-কুদস বিষয়ক কার্যালয়ের প্রধান হারুন নাসের আল-দীন শুক্রবার এক বিবৃতিতে জানান, পবিত্র স্থানটি ধর্মীয় এবং জাতীয় উভয় ক্ষেত্রেই অগ্রাধিকার পাবে।
নাসের আল-দীন বলেন, আল-আকসা একটি রেডলাইন। আমরা মসজিদ এবং জেরুজালেমের বিরুদ্ধে দখলদারদের বিদ্বেষপূর্ণ পরিকল্পনা কার্যকর করতে দেবো না, তাতে যতোই মূল্য চোকাতে হোক না কেন ।
তিনি ইসরায়েলি দখলদার পুলিশ বাহিনী এবং বসতি স্থাপনকারীদের দ্বারা ফিলিস্তিনি ইবাদতকারীদের আল-আকসার প্রাঙ্গণে প্রবেশ করতে বাধা দেওয়া এবং বলপ্রয়োগ এবং ইহুদিকরণ নীতির মাধ্যমে একটি নতুন স্থিতাবস্থা আরোপের প্রচেষ্টার নিন্দা করেছেন।
নাসের বলেন, এই আক্রমণগুলি দখলদারদের আল-আকসাকে তার জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার এবং এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপের পদ্ধতিগত পরিকল্পনার অংশ।
হামাস কর্মকর্তা ইসরায়েলি নিষেধাজ্ঞা, হয়রানি এবং গ্রেপ্তারের ক্রমবর্ধমান প্রবণতা সত্ত্বেও আল-আকসা রক্ষার আহ্বানে সাড়া দেয়ায় ফিলিস্তিনিদের দৃঢ়তার প্রশংসা করেছেন। তিনি বলেন, তাদের দৃঢ়তা মসজিদ রক্ষার প্রতি অটল অঙ্গীকারের স্পষ্ট বার্তা দেয়।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল