বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জগতসার গ্রামের মানবসেবা আলমি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের জগতসার গ্রামের কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ও মাদরাসা ময়দানে সকাল থেকে বিকাল পর্যন্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট ডা. অ্যান্থনি আলবার্ট ও ক্যাম্প অর্গানাইজার আবু তৈয়বের নেতৃত্বে আটজনের একটি দক্ষ দল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রোগীদের চিকিৎসাসেবা দেন। এ সময় জগতসার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৃদ্ধা মাকে নিয়ে চিকিৎসা নিতে আসা গ্রামের কামাল পাশা বলেন, ‘আমার মা বৃদ্ধ। বয়সের কারণে চোখে কম দেখে। বসুন্ধরা হাসপাতাল থেকে আমাদের গ্রামে একটি চিকিৎসকের দল এসেছে। তারা টাকা ছাড়াই আমার মাকে চিকিৎসা দিয়েছে। ছানি অপারেশনের প্রয়োজন হলে ঢাকা নিয়ে তারা ফ্রিতে করিয়ে দেবেন।’
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট ডা. অ্যান্থনি আলবার্ট বলেন, আগে থেকেই ৪ শতাধিক রোগীর নাম লিপিবদ্ধ করা ছিল। বিকাল নাগাদ প্রায় ৮০ রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। প্রাথমিক চিকিৎসা হিসেবে অনেককে ব্যবস্থাপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। তাদের মধ্য থেকে বাছাই করা রোগীদের বিনামূল্যে অপারেশন করবে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।