বিএনপির সাবেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী প্রতিষ্ঠিত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়েছে নির্বাচন কমিশনের কাছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল দুপুরে সিইসির সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনডিপির চেয়ারম্যান মো. আবু তাহের। তিনি বলেন, ইসির সঙ্গে আমাদের আলাপ হয়েছে। আমাদের অতীতের নিবন্ধনের আবেদন স্বৈরাচার সরকার যেসব কারণে দেয়নি, সেগুলো আমরা খোলাসা করে আলোচনা করেছি।
উপস্থিত ছিলেন দলের মহাসচিব আবদুল্লাহ হারুন সোহেল, প্রেসিডিয়াম মেম্বার মুসা মন্ডল প্রমুখ।