চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মধ্যম ভূমিরখীল গ্রামে পরিত্যক্ত ডোবায় পড়ে ইয়াছিন আরাফাত (৫) ও মোহাম্মদ আনাস (৭) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার (২৪ মে) দুপুর সাড়ে ৩টার দিকে তারা নিখোঁজ হয়। পরে রাত পৌনে ৮টার দিকে ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত আনাস ওই গ্রামের মোহাম্মদ ইলিয়াসের ছেলে এবং ইয়াছিন আরাফাত মো. ফোরকানের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই। ওই ডোবার পাশে একটি আম গাছ আছে। সম্প্রতি বৃষ্টিতে ডোবাটি পানিতে পূর্ণ হয়ে যায়। সম্ভবত তারা দুজন সেখানে আম পাড়তে গিয়ে ডোবার পানিতে পড়ে গিয়েছিল। বিকালের পর থেকে পরিবারের সদস্যরা তাদের অনেক খোঁজাখুঁজি করতে থাকেন। পরে রাতে তাদের লাশ ভেসে ওঠে।