ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ। তিনি আগামী মার্চে কর্মস্থলে যোগ দিচ্ছেন। ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আলোচনার পর ভারত সরকার এ নিয়োগ অনুমোদন করেছে। প্রসঙ্গত, গত ডিসেম্বরে ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান অবসর নেন। বর্তমানে উপ-হাইকমিশনার নুরল ইসলাম অস্থায়ী হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শিগগিরই ঢাকায় ফিরছেন। তার স্থানে ব্রাসেলস মিশন থেকে প্রীতি রহমান যোগ দিচ্ছেন।
নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ২০০৩ থেকে ২০০৫ সালে দিল্লির মিশনে ছিলেন। ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে স্নাতক এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেন। ১৯৯৫ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি বসনিয়া, ক্রোয়েশিয়া ও হার্জেগোভিনায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।