টেকসই উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার আওতায় বছরে ১০ লাখেরও বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। ২০২৪ সালে ব্যাংকটির বাস্তবায়িত নানা উদ্যোগ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও পরিবেশবান্ধব প্রকল্পের মাধ্যমে লাখো মানুষের জীবনমান উন্নয়নে অবদান রেখেছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আবদুল করিম প্রমুখ।
, ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক রুনা খান, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের প্রধান নির্বাহী এ কে এম আখতারুজ্জামান, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের প্রধান বিটপি দাশ চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম প্রমুখ।