কুড়িল এলাকার তীব্র যানজট নিরসনে প্রগতি সরণি-কুড়িল সংযোগস্থল থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে কুড়িল পূর্বাচল লিংক রোড পর্যন্ত প্রায় ৬৮০ মিটার রাস্তার পূর্ব-পশ্চিম উভয় পাশের জমির ডিজিটাল সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল রাজধানী কুড়িল রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এ নির্দেশ দেন। রাজউকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজউক চেয়ারম্যান কুড়িল-পূর্বাচল লিংক রোডের উভয় পাশে চলমান (কুড়িল হতে বালু নদী পর্যন্ত) ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন শীর্ষক (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় কুড়িল এলাকার তীব্র যানজট নিরসনে কুড়িল-পূর্বাচল লিংক রোডের কুড়াতলী এলাকায় ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অংশসহ কুড়িল পূর্বাচল লিংক রোড ও প্রগতি সরণি সংযোগস্থলে দুই লেনের রাস্তা নির্মাণ এলাকা পরিদর্শন করেন। একইসঙ্গে সংলগ্ন এলাকার বাসিন্দাদের প্রকল্পের আওতায় নির্মাণাধীন প্লাজা-৩ এর বাউন্ডারি ওয়াল অপসারণের যৌক্তিকতা যাচাইয়ের জন্য এলাকাটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রগতি সরণি-কুড়িল সংযোগস্থল থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে কুড়িল পূর্বাচল লিংক রোড পর্যন্ত প্রায় ৬৮০ মিটার রাস্তার পূর্ব পশ্চিম উভয় পাশের জমির ডিজিটাল সার্ভে করার সিদ্ধান্ত নেয় রাজউক।
এরপর অবৈধভাবে দখলকৃত রাজউক জমি ঘুরে দেখেন রাজউক চেয়ারম্যান। সেখানে ৬০ ফিট রাস্তার সম্পূর্ণ দখল করে অনুমোদিতভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন চেয়ারম্যান। রাস্তায় ঢোকার মুখে মাঝ বরাবর একটি দোকান পেয়ে তা তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া রাস্তার জায়গা দখল করে নির্মাণাধীন একটি মসজিদের নির্মাণ কাজ বন্ধের ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় রাজউক চেয়ারম্যান বলেন, ‘এভাবে রাস্তার জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাসমূহ অবিলম্বে উচ্ছেদ করে শিল্পাঞ্চলের বিকাশের লক্ষ্যে প্রস্তাবিত রাস্তা নির্মাণ করতে হবে।’ এ সময় অবৈধ দোকান, ছোট গুদামঘরসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করার নির্দেশ দেন তিনি। পরে উত্তর এপার্টমেন্ট প্রকল্প পরিদর্শনের সময় উক্ত এলাকা এবং মেট্রোরেলের স্টেশনের কাছে নির্মাণাধীন অননুমোদিত ফুডকোর্ট নির্মাণ অবিলম্বে বন্ধ করার এবং মালিকপক্ষকে রাজউক ভবনে এসে কারণ দর্শানোর নির্দেশ দেন। এর আগে রাজউক চেয়ারম্যান পূর্বাচলে পানি সরবরাহ (পিপিপি) প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন। এ ছাড়া টঙ্গী শিল্প এলাকায় চলমান উন্নয়ন কার্যক্রমও পরিদর্শন করেন। এ সময় রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাঃ হারুন-অর-রশীদসহ রাজউক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।