সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামসহ ১৭ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রানা আবদুল্লাহ আল মাহমুদ আবসার, টিএনজি গ্রুপের চেয়ারম্যান শাহিদা হোসেন, এমডি শাহাদাৎ হোসেন শামীম, ম্যাক্সিম এক্সপো অ্যাপারেল লিমিটেডের এমডি শফিকুর রহমান, অলিম্পিক ফ্যাশন লিমিটেডের এমডি গোলাম কিবরিয়া, পরিচালক মো. গোলাম মাওলা মজুমদার, রেদওয়ান বিন কিবরিয়া, রিফাত বিন কিবরিয়া প্রমুখ।
, টিআরজেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক হারুন অর রশীদ, নাসিমা রশীদ, খান টেক্স ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মাদ হোসেন খান, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর সেলিম, পরিচালক লুবনা কবীর সেলিম, পরিচালক, সিফাত হোসেন খান, ডুকাটি অ্যাপারেল লিমিটেডের চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. খায়ের মিয়া।
এদিন তাজুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক হাবিবুর রহমান। আবেদনে বলা হয়, তাজুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল অর্থের মালিক হওয়ার অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির বিচারিক প্রক্রিয়া এড়াতে যে কোনো সময় দেশত্যাগ করার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনের সুযোগ রহিত করা প্রয়োজন।