রাজধানীর গুলিস্তান থেকে গতকাল মিছিলের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ডিবি। পুলিশ জানায়, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। গতকাল মিছিলের চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্র্বর্তী সরকার।
এ ঘটনার পর নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও স্থগিত করেছে।