গতকাল ১৮ মে ছিল আন্তর্জাতিক জাদুঘর দিবস। প্রতি বছরের ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশের জাদুঘরগুলোর সঙ্গে এবারও এই দিবসটি পালন করল বাংলাদেশ জাতীয় জাদুঘর। জাদুঘরগুলোর আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামের (আইসিওএম) নির্ধারিত ‘দ্রুত পরিবর্তনশীল সমাজে জাদুঘরের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিপাদ্যে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করেছে জাতীয় জাদুঘর।
দিবসটি উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর গতকাল দিনব্যাপী নানান অনুষ্ঠানমালার আয়োজন করে। র্যালি, সেমিনার ও আলোচনা সভা, প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজানো ছিল দিনব্যাপী আয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন করেন আয়োজনের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘর পর্ষদ সভাপতি মেরিনা তাবাসসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফরহাদ সিদ্দিক।
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় এই দিনব্যাপী আয়োজন। পরে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় সেমিনার ও আলোচনা সভা।
এতে প্রবন্ধ উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় জাদুঘর পর্ষদ সদস্য লুভা নাহিদ চৌধুরী।
আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ও জাতীয় জাদুঘর পর্ষদ সদস্য ড. সৈয়দ মোহম্মদ কামরুল আহছান। জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার আসমা ফেরদৌসির সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে স্বাগত বক্তব্য দেন জাদুঘরের সচিব সাদেকুল ইসলাম।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয় জাদুঘর দীর্ঘদিন ধরে আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের অভিভাবক হিসেবে কাজ করে আসছে। তবে তরুণ প্রজন্ম এবং বিদেশি দর্শনার্থীদের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করার সময় হয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি ট্যুর, ইন্টারেক্টিভ স্ক্রিন এবং মোবাইল অ্যাপের মতো ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করে দর্শনার্থীদেরকে জাদুঘর থেকে শিক্ষা ও জ্ঞান অর্জনের আগ্রহ তৈরি এবং অ্যাক্সেস যোগ্যতা বৃদ্ধি করতে হবে। যাতে ভার্চুয়াল রিয়েলিটি ট্যুরের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষেরা বিশেষ করে গ্রামীণ এলাকা বা বিদেশে বসবাসকারী বা আগ্রহী দর্শনার্থী যারা সরাসরি জাদুঘর পরিদর্শন করতে পারেন বা তাদের কাছে জাদুঘর পৌঁছাতে সক্ষম হয়।
সেমিনার শেষে জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ‘ফেয়ার ওয়াটার’ শীর্ষক বিশেষ প্রদর্শনী হয়। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়াম (আইসিওএম)-এর আহ্বানে ১৯৭৮ সাল থেকে প্রতি বছরের ১৮ মে পালিত হচ্ছে আন্তর্জাতিক জাদুঘর দিবস।