যশোরের অভয়নগরে এক বিএনপি নেতা ও তার দুই ছেলের বিরুদ্ধে একটি হিন্দু পরিবারের জমি, বাড়ি দখল ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন অভয়নগরের নওয়াপাড়া পৌরসভা এলাকার মহিলা কলেজ রোডের বাসিন্দা পরিমল কান্তি কর্মকার। এ সময় সেখানে তার স্ত্রী বিউটি কর্মকার ও ছেলে পিয়াস কর্মকার উপস্থিত ছিলেন। অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা এফ এম আলাউদ্দিন দাবি করেছেন, বিগত সরকারের আমলে পরিমল কান্তি কর্মকার স্থানীয় অনেকের নামে মামলা দিয়ে হয়রানি করেছিলেন। সেই মামলা মীমাংসার নামে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন। তাকে মারধর করেছে পাওনাদাররা।