বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলেছেন, ’৭২-এর সংবিধান একটি ফ্যাসিস্ট সংবিধান। এ সংবিধানের অধীনে যে নির্বাচিত হবে সেই ফ্যাসিস্টে পরিণত হবে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে আমরা সরাতে চেয়েছিলাম। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। আমরা এমন একটি নতুন রাজনৈতিক দল গঠন করব, যার মাধ্যমে এ দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে। আমরা মনে করি তরুণ প্রজন্ম জেগে উঠেছে। তরুণ প্রজন্মের নেতৃত্বে এ দেশ এগিয়ে যাবে। যারা জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারাই আগামীতে এ দেশের নেতৃত্ব দেবে। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সোমবার রাতে কুমিল্লা নগরীর নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আহতদের সহায়তা প্রদান ও পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি। কুমিল্লা মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মুহাম্মাদ রাশেদুল হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক উপকমিটির সদস্য ইফফাত জাহানারা নাদিয়া, কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল মাহমুদ, মাহমুদুল হাসান, আদর্শ সদর উপজেলার সমন্বয়ক হাফসা আক্তার প্রমুখ।