গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় থানা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্বে করেন প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ।
আড়াইহাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক শাহজাহান কবির, মাজহারুল ইসলাম, রুবেল মিয়া, রফিকুল ইসলাম রানা, মনিরুজ্জামান সরকার, বাদল আহমেদ, আল আমিন ভুইয়া ও হাবিবুর রহমান হাবিব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শাহজাহান সিরাজ, সুফর উদ্দিন প্রভাত, মোস্তফা কামাল, হাবিবুর রহমান হবি, কামরুল ইসলাম, জাইদুল হক, আবু সাঈদ, কাজী সিফাত খান ও মবিন ভুইয়া প্রমুখ। সভায় বক্তারা সাংবাদিক আসাদুজ্জামানের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই