চট্টগ্রামের রাউজানে প্রবাসী কমর উদ্দিন জিতু ও প্রতিবন্ধী রুপন নাথ হত্যা মামলায় দুই পলাতক আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র্যাব। রবিবার সন্ধ্যার পর ফটিকছড়ি ও নগরীতে এসব অভিযান পরিচালিত হয় বলে সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-রাউজানের গর্জনীয়া এলাকার বাসিন্দা আব্দুল কাদের (৫০) ও পাছখাইন এলাকার বাসিন্দা প্রান্ত নাথ (১৯)।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাউজান থানার আলোচিত ও চাঞ্চল্যকর প্রবাসী কমর উদ্দিন জিতু হত্যা মামলার আসামি আব্দুল কাদের ফটিকছড়ি থানা এলাকায় অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা পৌনে ৬টায় অভিযান চালানো হয়। সফল অভিযানে তাকে গ্রেফতারে সক্ষম হয় র্যাবের একটি দল।
অন্যদিকে, রাউজান থানার রুপন নাথ নামে এক প্রতিবন্ধীকে হত্যা মামলার আসামি প্রান্ত নাথ নগরীর আকবরশাহ থানার কালিরহাট এলাকায় অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুই অভিযুক্তকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই