চাঁপাইনবাবগঞ্জে রিমান্ডে দুই চোরের স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
গত রবিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের আলমের ছেলে মোহাম্মদ আলীর বাড়ি থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানান পুলিশ সুপার মো. রেজাউল করিম।
পুলিশ সুপার জানান, গত ২৭ জুলাই সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুগুডিমা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আব্দুস সাত্তারের বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় আব্দুস সাত্তার সদর থানায় একটি মামলা দায়ের করলে এসআই হরেন্দ্রনাথ দেবদাশ মামলার তদন্ত শুরু করেন। এদিকে গত ২৭ জুলাই ভোররাত পৌনে ৫টার দিকে গোমস্তাপুর উপজেলায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে শুক্রাবাড়ি মুক্তগাতি ক্লাবে জনতা জেলার শিবগঞ্জ উপজেলার দাদনচক আদিনা কলেজ এলাকার জালাল উদ্দিনের ছেলে সোহেল রানা ও বাবুর ছেলে শিহাবকে আটক করে।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হরেন্দ্রনাথ দেবদাশ তাদের পুলিশ হেফাজতে নিয়ে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামি সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং জবানবন্দিতে আসামি সোহেল ঘটনার সাথে জড়িত অপর আসামি রাহাত আলীর বাড়িতে চোরাই কিছু মোটরসাইকেল আছে বলে জানায়।
এর পরিপ্রেক্ষিতে সদর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে রাহাত আলীকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ জেলার শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের আলমের ছেলে মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।
বিডি প্রতিদিন/জামশেদ