চট্টগ্রামের পটিয়া উপজেলায় চাকরিচ্যুত ব্যাংকাররা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রবিবার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘চাকরিচ্যুত ব্যাংক ফোরাম’ এর উদ্যোগে শতাধিক কর্মকর্তা-কর্মচারী এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন। পরে তারা কিছু সময়ের জন্য পাশ্ববর্তী মহাসড়কও অবরোধ করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর বেসরকারি ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় ৭ হাজার কর্মকর্তা-কর্মচারীকে অন্যায়ভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। যাদের অধিকাংশই পটিয়া উপজেলার বাসিন্দা। তারা ও তাদের পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। একারণে তারা একযোগে চাকরি পুনর্বহালের দাবিতে এই কর্মসূচি আয়োজন করেছেন।
বিক্ষোভের এক পর্যায়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুুপার আরিফুর রহমান ও পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ জানান। পরে বিক্ষোভকারীরা পটিয়া সদরের বিভিন্ন ব্যাংকের মূল ফটকে তালা লাগিয়ে ব্যানার ঝুলিয়ে দেন। এতে দীর্ঘ সময় গ্রাহকরা বেকায়দায় পড়েন।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, বিক্ষোভকারীদের সাথে আলোচনা করে বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিক্ষোভের কারণে ব্যাংকের গ্রাহক এবং মহাসড়কের যাত্রীরা যাতে ভোগান্তিতে না পড়েন সেটা বুঝিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন