চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলার আসামি মো. মিল্লাতকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব। শনিবার ভোরে (৯ আগস্ট) ভোরে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার সন্দ্বীপ নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। অভিযুক্ত মিল্লাত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ২ জানুয়ারি সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক মীর আরমান হোসেনকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সীতাকুণ্ড থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করেন। মিল্লাত ওই মামলার আসামি।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিল্লাতের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের সময় তিনি পালানোর চেষ্টা করলেও ধাওয়া দিয়ে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। পরে তাকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এএম