নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সুইচ গিয়ার ও দা উদ্ধার করা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে সোনারগাঁয়ে উপজেলার পাঁচকানিরকান্দি এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করার পাশাপাশি একই রাতে পিরোজপুরের বটতলা এলাকা থেকে ১০১ কেজি গাঁজাসহ ১টি মিনি ট্রাক জব্দ করা হয়। আটককৃতরা হলেন, মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মানিক, সাদ্দাম হোসেন, সহিদ ও মনির হোসেন।
সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান। তিনি জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের টোলপ্লাজার অভিমুখে কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করে যাত্রীবাহী ও মালবাহী গাড়িতে আক্রমণ চালিয়ে যাত্রী ও চালকদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, স্বর্ণালংকার, নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের র্যাবের টিম ৬ ডাকাত সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অপরদিকে, একই রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বটতলা এলাকা থেকে ১০১ কেজি গাঁজাসহ ১টি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। তবে, গাঁজা বহনকারী দুইজন আমাদের টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদেরকে আটকের অভিযান অব্যাহত রয়েছে। আটকদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল