প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিতে অবদান রাখেন না, বরং দেশের ভবিষ্যৎ নির্মাণেও অংশ নিতে চান—এমন অভিমত ব্যক্ত করেছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এই কথা বলেন।
রোববার (১০ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরের বুকিট বিন্তাং এলাকায় একটি রেস্টুরেন্টের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী এম রহমান রাজিব ও চিত্র নির্মাতা-লেখক জাফর ফিরোজ। সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।
বক্তারা জানান, সম্প্রতি লন্ডনে এক বক্তব্যে তারেক রহমান জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানে প্রবাসীদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। তার এ স্বীকৃতি প্রবাসীদের জন্য অনন্য প্রেরণার উৎস। ইঞ্জিনিয়ার বাদলুর রহমান বলেন, “২০২৪ সালের আন্দোলনে প্রবাসীরা অর্থ, সময় ও প্রচেষ্টার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
চলচ্চিত্র নির্মাতা জাফর ফিরোজ বলেন, “প্রবাসীরা হবে বাংলাদেশের অর্থনীতি, কূটনীতি ও সংস্কৃতির ত্রিমাত্রিক শক্তি। আমরা চাই, প্রধানমন্ত্রী হলে তারেক রহমান প্রবাসীদের নীতি-নির্ধারণী ফোরামে অংশীদার করবেন।”
অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব বিসিপিএম সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম রতন বক্তব্য রাখেন এবং ব্যবসায়ী তালহা মাহমুদের পরিচালনায় দেশ ও প্রবাসীদের কল্যাণে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আব্দুল জলিল লিটন, এস এম রহমান তনু, এম জে আলম, মোয়াজ্জেম হোসেন নিপু, কাজী সালাহ উদ্দিন, মো. জসিম উদ্দিন, মঞ্জু খাঁ, জাকির হোসেন, আনোয়ার হোসেন সেলিম, শাহজাহান হাওলাদারসহ অর্ধশতাধিক প্রবাসী বাংলাদেশি।
বিডি প্রতিদিন/হিমেল