শাকিবের দুই স্ত্রী। দুজনেই নাকি তার সাবেক। কারণ দুজনের সঙ্গেই বিচ্ছেদ হয়ে গেছে। যদিও দুই পক্ষের দুটি ছেলে রয়েছে শাকিবের। অভিনেতা একাধিকবার প্রকাশ্যে দ্বিতীয় স্ত্রী বুবলীর অস্তিত্ব অস্বীকার করেছেন। সাফ জানিয়েছেন, বুবলীর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। সংবাদমাধ্যমের সামনে এসে একসময় শাকিবকে নিয়ে একাধিক মন্তব্য করেন বুবলী। আমেরিকায় সন্তান জন্মের সময় যে চূড়ান্ত অবহেলা পেয়েছেন শাকিবের থেকে, তা-ও জানিয়েছেন। যদিও শাকিব তার জীবনে প্রথম স্ত্রী অপুর অস্তিত্বের কথা কখনই অস্বীকার করেননি। বরং বরাবর জানিয়েছেন তাদের সমীকরণ কেমন। এমনকি অভিনেতার ঘনিষ্ঠরাও বারবার জানিয়েছেন, শাকিব তার সন্তানদের খুব ভালোবাসেন। ভাঙা দাম্পত্যের প্রভাব কোনোভাবেই যাতে সন্তানদের ওপর না পড়ে,
সেই কারণেই অপু-বুবলী সাবেক হওয়া সত্ত্বেও তাদের মেনেজ করে চলেন তিনি। এমনটাই বলছেন তার কাছের মানুষ। আর এ বিষয়টির পুনরাবৃত্তি ঘটার কারণ সম্প্রতি দ্বিতীয় সাবেক স্ত্রী বুবলী ও সেই পক্ষের ছেলে শেহজাদ বীরকে নিয়ে আমেরিকায় ছুটি কাটাতে গেছেন শাকিব। দিন কয়েক আগে বুবলী সেই ছবি প্রকাশ্যে আনতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়। সবারই ধারণা, বাকি পিছুটান কাটিয়ে বুবলীর কাছে নাকি ফিরে গেলেন তিনি। এমন জল্পনায় মশগুল নেটপাড়া। আবার বুবলীকে দূরদেশে সময় কাটানোর সময়টাতেই শাকিব জানালেন, তিনি বুবলী ও ছোট ছেলেকে নিয়ে সময় কাটালেও মিস করছেন অন্য কাউকে। আসলে শাকিব খান মানেই ঘটনার ঘনঘটা। নানা কারণেই সব সময়ই জন্ম দেন আলোচনা সমালোচনার। অভিনেতার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও বুবলীর মধ্যে অদৃশ্য প্রতিযোগিতার কথা সবারই জানা। দুই সতীন একে অপরকে নিয়ে নানা মন্তব্য করেছেন। শাকিব আসলে কার, এ নিয়ে দড়ি টানাটানি চলছেই দুই পক্ষের মধ্যে। দিন কয়েক ধরে জল্পনা, সতীন অপুকে পেছনে ফেলে কয়েক ধাপ এগিয়ে গেছেন বুবলী। শাকিবকে সঙ্গে নিয়ে আমেরিকায় একান্তে ছুটি কাটাচ্ছেন বুবলী। সেখান থেকে একগুচ্ছ ছবি দিয়েছেন তিনি। কখনো তিনি শাকিবের সঙ্গে হাত ধরে হাঁটছেন, কখনো তিনজনে ঘুরছেন, কখনো বুবলীকে উষ্ণ আলিঙ্গন করছেন শাকিব। প্রতিটি ছবিতেই সুখী দাম্পত্যের ঝলক। এত কিছুর মধ্যে শাকিব নাকি মিস করছেন অপু ও তার সন্তান আব্রাম খান জয়কে। সমাজমাধ্যমে জয়ের ছবি দিয়ে লেখেন, ‘বাবা তোমাকে মিস করছে।’
শিরোনাম
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহতদের পরিবারে ক্ষতিপূরণের চেক বিতরণ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭২৬
- ইউক্রেনকে তহবিল দিতে ইইউ’র রুশ সম্পদ ব্যবহারের পদক্ষেপ ব্যর্থ
- বাংলাদেশ থেকে প্রশিক্ষিত তিন হাজার কর্মী নেবে জাপান
- দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও শি জিন পিং
- ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাসের তীব্র নিন্দা বাংলাদেশের
- এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে : নীলা চৌধুরী
- নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেসসচিব
- ব্রয়লার ১৭০, পাঙাশ ১৮০, গরু ৭৪০, ডিমের হালি ৫০....
- রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি, কমেছে সবজির দাম
- ভারতের বাইকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত বেড়ে ২৫
- জামায়াত শুরু থেকেই জটিলতা সৃষ্টির চেষ্টা করছে : রুমিন ফারহানা
- ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ছে: মাদুরো বললেন, “এই ভূমিকে কেউ ছুঁবে না”
- স্টার সিনেপ্লেক্সে এ সপ্তাহে দুই সিনেমা: ‘চেইনসো ম্যান’ ও ‘কন্যা’
- মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বেলারুশের মডেলের ‘রহস্যজনক মৃত্যু’
- দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প: হোয়াইট হাউজ
- ভারতে এসি বাসে ভয়াবহ আগুন, অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা
- রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১২
- ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন মেসি
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
শাকিব সময় কাটাচ্ছেন বুবলী-বীরের সঙ্গে
মিস করছেন অপু-জয়কে
পান্থ আফজাল
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর