এ সময়ে নাটকের প্রিয়মুখ তটিনী। জুটি হিসেবে অনেকের সঙ্গে অভিনয় করলেও সর্বাধিক অভিনয় করেছেন ইয়াশ রোহানের বিপরীতে। কিছুদিন আগে ‘ভালো থেকো’ নাটকে অভিনয় করে দর্শক-প্রশংসা কুড়িয়েছে ইয়াশ-তটিনী জুটি। সেই নাটকের রেশ কাটতে না কাটতেই এ তারকা জুটি দর্শক মনোযোগ কেড়ে নিয়েছে ‘শালিক বালিকা’র মাধ্যমে। নাটকটির নির্মাতা মাহমুদ মাহিন। কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই। অভিনেতা ইয়াশ রোহান সম্পর্কে তটিনী বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে ইয়াশের সঙ্গে সর্বাধিক নাটকে জুটি বাঁধার সুযোগ হয়েছে শুধু দর্শকের কারণে। শুরু থেকেই তারা আমাদের জুটিকে পছন্দ করছেন এবং নতুন গল্পে প্রত্যাশার কথা জানিয়ে আসছেন। যে কারণে নির্মাতারাও আমাদের নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। পর্দায় তুলে ধরছেন নানা ধরনের গল্প ও চরিত্র। সে কারণে ভালোবাসার নতুন গল্প নিয়ে নির্মিত নাটকগুলোতে ইয়াশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা।’ তটিনী আরও বলেন, আসলে সব ধরনের গল্পের নাটকে কাজ করতে আমার ভালো লাগে। তবে রোমান্টিক গল্পের নাটকে দর্শক আমাকে দেখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই আমিও চাই এ ধরনের গল্পের নাটকে বেশি কাজ করতে।