মাটিকে মায়ের সাথে তুলনা করা হয় বিধায় মাটিকে মায়ের মতোই ভালোবাসতে হবে বলে মন্তব্য করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের মৌলিক চাহিদাগুলোর অধিকাংশই মাটি থেকে আসে। খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ সবকিছুতেই মাটির অস্তিত্ব অনস্বীকার্য। মাটি ছাড়া পৃথিবীর কোনো অস্তিত্বই কল্পনা করা যায় না।
মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এবং বিভাগের প্রধান ড. মোঃ দীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও উপস্থিত ছিলেন গাকৃবির রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম।
অনুষ্ঠানের শুরুতে নতুন ভর্তিকৃত এমএস প্রোগ্রামের ১৬ জন এবং পিএইচডি প্রোগ্রামের ৪ জন শিক্ষার্থী তাদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।
বিডি প্রতিদিন/নাজমুল