বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা এসেছে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা এখনো অনুপস্থিত। নিরাপত্তা পরিস্থিতিও অনিশ্চিত থাকায় এই মুহূর্তে বড় কোনো বিনিয়োগকারীর ঝাঁপিয়ে পড়ার প্রত্যাশা ‘কাল্পনিক’ ছাড়া কিছু নয়।
গতকাল রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ‘অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন : অর্থনীতির পুনর্মূল্যায়ন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, আমরা পাইপলাইনে কিছু বিনিয়োগ দেখতে পাচ্ছি, যা ইতিবাচক সংকেত, কিন্তু বড় বিনিয়োগ আসতে আরও সময় লাগবে। সামনে জাতীয় নির্বাচন থাকায় এই মুহূর্তে বড় বিনিয়োগকারীরা আসতে চাইবে না। কারণ, পরবর্তী সরকার পরিবর্তন আনতে পারে। এটি একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। গভর্নর আরও বলেন, অর্থনৈতিক খাতে স্থিতিশীলতা এলেও রাজনৈতিক স্থিতিশীলতা এখনো আসেনি। নিরাপত্তার বিষয়েও অনিশ্চয়তা রয়েছে। নির্বাচনের আগে বিনিয়োগে ঝাঁপিয়ে পড়া বুদ্ধিমানের কাজ হবে না। বিনিয়োগকারীরা দেখবেন পরবর্তী নির্বাচিত সরকার কী পরিবর্তন আনে। তিনি জানান, বাজারে তারল্য প্রবাহ বাড়ছে এবং শেয়ারবাজার আগামী এক বছরে আরও এক হাজার পয়েন্ট উন্নতি করতে পারে। এ বছর বৈদেশিক লেনদেনেও উদ্বৃত্ত হয়েছে। গভর্নর বলেন, আমাদের সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে-একটি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া, যাতে ভবিষ্যতে যে কোনো সরকার এগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। আর্থিক খাতকে আরও দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করা প্রয়োজন। এটি একটি চলমান প্রক্রিয়া এবং আমরা এই প্রক্রিয়ার শুরুটা করে দিতে চাই।