বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের দর্শকদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে ‘গেমস অব থ্রোনস’। এবার সিরিজটির রাজকন্যা ডেনেরিস টারগেরিয়ান লুকে হাজির হয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। তাকে এই লুকে দেখে অনেকেই চমকে গেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ‘মাদার অব ড্রাগন’ লুক ভাইরালও হয়েছে! চলছে নানা আলোচনা।
সেই রেশ থাকতেই রবিবার ফেসবুকে আরও কিছু ছবি শেয়ার করেছেন সাদিয়া আয়মান। পরনে হলুদ জাম্পস্যুট, হাতে তলোয়ার; দেখে মনে হয় জাপানিজ কিংবা চাইনিজ সিনেমার চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।
জানা যায় সাদিয়ার এই লুক নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত ‘কিলবিল’ ফ্র্যাঞ্চাইজির ‘দ্য ব্রাইড’ চরিত্রের পুনর্নিমাণ।
এ বিষয়ে সাদিয়া আয়মান গণমাধ্যমকে জানান, সম্প্রতি তিনি একটি মুঠোফোন কোম্পানির নতুন বিজ্ঞাপনে কাজ করেছেন, যেখানে তাঁকে আরও একটি বিখ্যাত লুকে দেখা যাবে! সেটি শূন্য দশকের জনপ্রিয় হিন্দি টিভি সিরিজ ‘কসৌটি জিন্দেগি কে’র মুখ্য চরিত্র ‘কমলিকা’ রূপে! ইতিমধ্যে ইনস্টাগ্রামে এই লুকও শেয়ার করেছেন তিনি।
বিডি প্রতিদিন/নাজমুল