আগামী ২২ আগস্ট শেরপুর চেম্বার অফ কমার্সের নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুর ২টার দিকে শেরপুর আদালতের সিনিয়র সহকারী জজ তাহমিনা আফরোজ তানি এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, রবিবার আদালতে এই মামলা দায়ের করেন জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহাম্মেদ ছিদ্দিকি। আজ মামলা শুনানি করেন মূল আইনজীবী বিএনপি নেতা আখতারুজ্জামান, সহযোগিতায় ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বিশেষ পিপি অ্যাডভোকেট রুবি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা আতাহার আলী।
আইনজীবী আখতারুজ্জামান জানান, বাদী পক্ষ আদালতে অভিযোগ করেন চেম্বারের অধিকাংশ ভোটার ভুয়া, এক নামে একাধিক ভোটারের নাম আছে। আদালত বিষয়টি আমলে নিয়ে আজ এই সংক্রান্ত রায় দেয়। রায়ে বিচারক লিখেন ত্রুটিযুক্ত ভোটার তালিকা ঠিক করা না পর্যন্ত ওই নির্বাচনে নিষেধাজ্ঞা থাকবে। আগামী ২২ তারিখের নির্বাচন স্থগিত ও চেম্বার সভাপতি আরিফ হোসেন, চেম্বার সচিব হারুণ অর রশিদ, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাহবুব আলম রকিব ও বাছাই কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এমকে মোরাদুজ্জামানকে সাতদিনের কারণ দর্শাতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই