লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর এলাকার বাঁশকল থেকে মেডিকেল পর্যন্ত খানাখন্দে ভরা সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, আমদানি-রপ্তানিকারকসহ স্থানীয়রা অংশ নেন।
ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, দীর্ঘ ১৫ বছর ধরে অজ্ঞাত কারণে সড়কটি সংস্কার না হওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি বুড়িমারী স্থলবন্দর থেকে আসা আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান তারা।
প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভারতীয় ও বাংলাদেশি পণ্যবাহী ট্রাকসহ বহু যানবাহন আটকা পড়ে। পরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/এমআই