লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যায় ভেঙে যাওয়া রাস্তাটি জিও ব্যাগ দিয়ে মেরামত করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ২৯ জুলাই তিস্তার পানি বৃদ্ধি পেলে রাস্তাটি ভেঙে যায়। গত ৭ দিন ধরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী গ্রামের ভেঙে যাওয়া রাস্তাটি মেরামতের জন্য কাজ করেন সেনাবাহিনীর সদস্যরা।
সোমবার (১১ আগস্ট) দুপুরে বন্যায় ভেঙে যাওয়া রাস্তাটি মেরামত শেষ হলে পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিয়াজুল কবির, এএফডব্লিউসি, পিএসসি,জি, কমান্ডার, ৬৬ আর্টিলারী ব্রিগেড ও হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞা।
রাস্তা মেরামত করায় স্থানীয় কৃষক আব্দুল জলিল বলেন, ‘রাস্তা ভেঙে যাওয়ার পর আমরা একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়েছিলাম। সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের তৎপরতায় এখন স্বস্তি ফিরে পেয়েছি। দ্রুত কাজ শেষ হওয়ায় আমাদের ফসলও রক্ষা পাবে।’
স্থানীয় গৃহবধূ আরিফা বেগম বলেন, ‘আমাদের খুব ভালো লাগছে, সেনাবাহিনী কাজ করছে। ঘরে পানি ঢুকে তলিয়ে আছে, রাস্তা ভেঙে যাওয়ায় বাইরে বের হওয়া যায় না। এখন সেনাবাহিনী রাস্তা মেরামত করে দিচ্ছে, আমরা সত্যিই খুব খুশি।’
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবর রহমান বলেন, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামত করেছেন। এ জন্য সিংগীমারী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও হাতীবান্ধা উপজেলা প্রশাসন যৌথভাবে বন্যায় ভেঙে যাওয়া রাস্তাটি মেরামতের কাজ করেছে। উপজেলাবাসীর পক্ষ থেকেও সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, লে. কর্নেল মো. রাকিব আহমেদ, পিএসসি (অধিনায়ক ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি), মেজর মো. একে এম জাবেদ হাসান জুয়েল উপ অধিনায়ক, ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন।
বিডি প্রতিদিন/জামশেদ