গাজীপুরের টঙ্গীতে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাত (২২) এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে হাবিব নামে এক লোক তার বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এ সময় স্টেশন রোড এলাকায় পৌঁছলে ৩-৪ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় একজনকে শনাক্ত করে তার কাছ থেকে একটি ফোন উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে ওই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
পরে আটককৃত ছিনতাইকারী অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ