চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টার দিকে আমতল সাফিনা হোটেলের সংলগ্ন বাহার লেই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি রামদা ও তিনটি ছোরা উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, অভিযুক্তরা নগরীর নিউ মার্কেট, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার, জুুবিলী রোড ও টেরিবাজার এলাকায় ব্যবসায়ী, পথচারী, সিএনজি ও অটোরিকশা টার্গেট করে ছিনতাই ও ডাকাতির পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে নতুন করে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইয়াসিন এরফান (২৫), মো. মিনহাজ (২০), মো. জাহেদ (২৮), মো. ইমাম হোসাইন (২০), মো. মঞ্জুর আলম ওরফে মুন্না (৪২), মো. ইউসুফ (৩০) এবং শাহ আলম (২৭)।
বিডি প্রতিদিন/এএম