সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু গ্যারি কাসপারভ এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘বন্ধুত্ব’ নিয়ে সাবধান করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
সাদা-কালো বোর্ডের লড়াইয়ে বিশ্ববন্দিত কাসপারভ। তার চালে কিস্তিমাত হয়েছেন বহু দাবা-যোদ্ধা। কিন্তু বিশ্ব রাজনীতিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের চাল সম্পর্কেও সচেতন তিনি। পুতিনের দীর্ঘদিনের কট্টর সমালোচক এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী কাসপারভ মোদিকে সতর্ক করে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্টকে বিশ্বাস করা কঠিন।
মোদির উদ্দেশে সাবেক এই রুশ দাবাড়ুর সতর্কবার্তা, স্বৈরাচারী পুতিন আপনাকে ও গোটা ভারতকেই বেচে দিতে পারেন। আমেরিকার সঙ্গে শুল্ক-সংঘাতের আবহে পুতিনের সঙ্গে ফোনে কথা হয়েছে নরেন্দ্র মোদির। পুতিনকে এক্স হ্যান্ডলে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী। বিষয়টি উল্লেখ করেই এমন সুর চড়িয়েছেন কাসপারভ।
এমনিতে পুতিনের রাজনীতির প্রকাশ্য সমালোচক বলেই পরিচিত কাসপারভ। কাসপারভের অভিযোগ, রুশ জনতার গণতান্ত্রিক স্বাধীনতাকে গলা টিপে মারছেন পুতিন।
পুতিনের সঙ্গে মোদির ফোনালাপের প্রসঙ্গ টেনে কাসপারভ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘গণহত্যাকারী যুদ্ধাপরাধী ভ্লাদিমির পুতিন আপনার বন্ধু? নিজের স্বৈরাচারী শাসন দীর্ঘায়িত করার জন্য আপনার এই বন্ধু আপনাকে ও গোটা ভারতকে বেচে দিতে পারেন। ডোনাল্ড ট্রাম্প একজন জোকার। কিন্তু তিনি অন্তত একটা কিছু ভালো বিষয়ের পক্ষে দাঁড়িয়েছেন।
প্রসঙ্গত, ২০২২ সালে রাশিয়ার বিচার মন্ত্রণালয় কাসপারভকে “বিদেশি এজেন্টদের” তালিকায় যুক্ত করে। গতবছর তাকে জঙ্গি তকমাও দেওয়া হয়। যদিও কাসপারভ এই মুহূর্তে রাশিয়ার বাসিন্দা নন। নিপীড়ন এবং প্রাণনাশের আশঙ্কায় সেই ২০১৪ সালে রাশিয়া ছাড়েন তিনি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই কিংবদন্তি দাবাড়ু। সেখান থেকেই মোদিকে সতর্ক করলেন তিনি।
তথ্য সূত্র- দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ