ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে দিল্লি পুলিশ। আজ সোমবার সকালে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করে পুলিশ। খবর এনডিটিভির।
এদিন বিহারের এসআইআর ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ছিল বিরোধী ইন্ডিয়া জোটের। মিছিলে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও শরদ পাওয়ারসহ ইন্ডিয়া জোটের নেতারা। লোকসভা ও রাজ্যসভার বিরোধী এমপিরাও মিছিলে যোগ দেন।
এর আগে, সোমবার সকাল সাড়ে ১১টায় ভারতের সংসদ ভবন থেকে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের অফিস ঘেরাও। কিন্তু তার আগেই মিছিলের সামনে ব্যারিকেড দেয় পুলিশ। এসময় মিছিল থেকে স্লোগান ওঠে ‘গলি গলি মে শোর হ্যায়, নরেন্দ্র মোদি চোর হ্যায়’। এভাবে দীর্ঘক্ষণ বিক্ষোভ কর্মসূচি চলার পর দিল্লি পুলিশ আটক করে রাহুল গান্ধী-সহ বহু সাংসদকে। নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়।
এ নিয়ে সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে জানিয়েছে, বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র দিল্লি। এসময় তুমুল ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন সাংসদ। ঘটনাস্থল থেকে দিল্লি পুলিশ আটক করে বাসে তোলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেসহ ১০০-এর বেশি সাংসদকে।
বিডি-প্রতিদিন/শআ